বন্ধুত্বের মহামিলন থেকে আলাদা হওয়া কষ্টকর
লিখেছেন লিখেছেন ফুলের গন্ধে ঘুম আসে না ০২ জুন, ২০১৩, ০১:৩২:৫৯ রাত
০১-০৬-২০১৩
আজ সাড়া দিন একা একাই কাটাতে হয়েছে। আসলে যারা বন্ধুত্বের অমিয়সুধা একবার পান করে তাদের জন্য বন্ধুত্বের মহামিলন থেকে আলাদা হওয়া কষ্টকর।
তারও কি এমন কষ্ট হচ্ছে?
অফিসে তেমন কাজ ছিল না। তাই তড়িগড়ি বাড়ি ফিরে এলাম। আর তখনই এ কষ্টটা বেশি অনুভব হলো। সার্টিফিকেট আর আইডি কার্ডের বয়স অনেক ব্যবধান। উভয়টাই জরুরী। কিন্তু সংশোধনের কোন সমাধান পাচ্ছি না।
এখনও অনেক মানুষ আছে যারা নারীদের প্রতি সহনশীল নয়। তারা নারীদের মানুষ ভাবতে মনে হয় নারাজ। তারা কি ভাবে যে নারীরা তাদের জন্য ভোন্যপণ্য? না হয় কেন যতো বিধি-নিষেধ কেবল নারীর জন্য? ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তখন তাদের মন্তব্য দেখে এমনটা মনে হলো।
বাংলাদেশে ক্রিকেট নিয়ে ভাবতে চাই না। তবে যা মনে কিছু কিছু মানুষের নষ্টামীর কারণে হয়তো পাকিস্তানী ক্রিকেটারদের মতো তাদেরও ধ্বস নেমে আসবে। যেটা বাংলার প্রতিটি নাগরিকের জন্য দুঃখজনক।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন